২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু - ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোবার (১০ মার্চ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে এই জ্বরে আক্রান্ত হয়ে আরো ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পুরুষ চারজন এবং নারী আটজন।

আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। আর ঢাকার বাইরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৪৮৪ জন।

এদের মধ্যে পুরুষ ৯৩৯ জন এবং নারী ৫৪৫ জন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement