০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর স্থগিত

চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর স্থগিত - ছবি - সংগৃহীত

শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গেছে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গির বাংলাদেশ সফর। ১লা ডিসেম্বর তার ঢাকায় আসার কথা ছিল। তিনি বর্তমানে নেপাল সফরে রয়েছেন। নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট- সন্ধ্যায় জানিয়েছিল, নেপালে একদিন কাটিয়ে প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশ ও পাকিস্তান সফর করে বেইজিং ফিরবেন।

কিন্তু সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র রাতে জানায়, আলোচনায় এমনই ছিল, তবে সময়টি সুবিধাজনক না হওয়ায় সফরটি শেষ পর্যন্ত স্থগিত করতে হয়েছে। এখন উভয়ের সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে এবং তা দ্রুতই হবে বলে জানিয়েছেন ঢাকার কর্মকর্তারা। চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর হচ্ছে কি-না? রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্ট করেনি দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাসে মূখপাত্র বরাবর বার্তা পাঠানো ছাড়াই টেলিফোন করা হয়।

কিন্তু দূতাবাস কোন জবাব দেয়নি। নেপালি মিডিয়ার রিপোর্ট মতে, গতকাল চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বসেন। দেখা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গেও। স্মরণ করা যায়, ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গত শুক্রবার নেপাল সফর করেন। সীমান্ত ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে ভারত ও চীন। দিল্লির বিদেশ সচিবের সফরের রেশ না কাটতেই দেশটি সফরে গেলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। উভয় সফরকেই খুব তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল