৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বকুল আশরাফ

আমার শবযাত্রায়

-

আমার শবযাত্রায়, আমি সুস্থ হয়েই যাব
যত পাপস্পৃহা পঙ্কিলতা ধুয়ে মুছে যাব
রেখে যাব সব- এই পৃথিবীতে-

হিংসা-বিদ্বেষ, তোমার ভালো না লাগা
সব রেখে যাব, দিয়ে যাব তোমাদেরই,

রোগ-বালাই, পায়ের ব্যথা সেড়ে ওঠবে
এক্স-রে এমআরআই তোমাদের থাকবে
সুখের ছায়ায় ঢেকে থাকবে কিছুকাল

সূর্যকে বলে দেবো, ছায়া যেন ভেঙে না দেয়,
শুধু একটি বিন্দু রেখে যাব ঘরের মেঝেতে।

আমি শুধু ঐশ্বর্যের বুকে- এঁকে দিয়ে তিলক
নির্লজ্জ সময়কে সরিয়ে দেবো দিগন্ত-বলয়ে
আর একাধিক কণ্ঠে পাঠ করব এলিজি
তোমরা ছান্দিক সনেটের মাত্রা গুনে যেও

পদাবলি থেকে কোনো শব্দই সাথে নেব না
কষ্টের নির্যাস বেয়ে পড়লে পেয়ালা থেকে
আমাকে ডাকলেও সাড়া পাবে না, জানবে
আমি সুস্থ হয়ে উঠে প্রেমমুক্ত মানুষ হয়েছি

আমার শবযাত্রায়, আমি সুস্থ হয়েই যাব
ভাঙা দাঁতকে সুস্থ করে তুলেছি, বাকি যা
রেখে যাব সব- এই পৃথিবীতে-


আরো সংবাদ



premium cement