৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


শাহনাজ পারভীন

দার্জিলিং স্বপ্নের শহর

-

পাহাড়ের মৌনতায়, মেঘের দৌরাত্ম্যে,
সবুজের উচ্ছ্বাসে ভেসে বেড়ায় বাতাসের ঝনঝন গান।

তেনজিন রক এর ইতিহাস, ঘুম ইস্টিশনের উচ্চতা,
পায়ে পায়ে পাহাড়ে ওঠার বিলাস, কাঞ্চনজঙ্ঘা,
বাতাশিয়া লুপ কোথা পাবো আর?
রক গার্ডেন, টাইগার হিল, ডিম ফোটা সূর্যের উদ্দীপ্ত উদয়?

মল রোডের ব্যস্ততা, দার্জিলিং চায়ের সুঘ্রাণ,
কাশ্মিরি, পশমিনা শাল,
মল ক্যাম্পাসে টগবগে যুবকের মুগ্ধতার গান,
হাতের মুঠোয় মেঘ ছটফটে দিন!

দুষ্ট মেয়ের মতো উড়ে এসে
খোলা চুল, খোঁপায় বিলি কাটে
ঝিরিঝিরি মেঘ, উড়ন্ত জলকণা
জলকেলি খেলে সারাদিন।
পাহাড়ের পিঠজুড়ে ঘন বন, সুদৃশ্য চা বাগান;
বুক চিরে স্রোতস্বিণী ঝরনার জলের মাতম
ছিটিয়ে ভিজিয়ে দেয় স্বপ্ন চেতন।

সারি সারি সুদৃশ্য পাইন, বনজোড়া বনভূমি ডাক
সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠে গেছে আকাশের দিকে
আকাশবিহীন মাটিতে তারাদের তাজিল্লি ফোটে
পক্ষীবিহীন বৃক্ষ, বাতাস প্রত্যহ জলকণা মাপে

সাত হাজার এক শত ফুট উপরে
ছাঁচে ছাঁচে মেঘের গভীরে ঘর
থরে থরে পাহাড়ে, পাথরে ফোটে পোটেনটিলা
ব্লু পপি, লিলিয়ান, হিমালয়ান, জেরানিয়াম, প্রিমুলা
কত জানা, অজানার ফুল!
ভেসে থাকে মধ্যাকর্ষণে এগিয়ে এ পথ
নান্দনিক সৌম্য সুন্দর মননে সবার।

পাহাড়ের খাঁজে খাঁজে, উপত্যকায়
হঠাৎই জেগে ওঠে ঘুমঘর খেলা-ঘর বাড়ি
ঘুম ঘুম চোখে ঘুরে ফিরে উড়ে আসে মেঘ রঙা শাড়ি,
সুন্দরী, সুদৃশ্য গুর্খা নারী, মলের দোকান,
খেলনা ট্রেন আর কাঠ ঠোকরার বাতাসিয়া গান।


আরো সংবাদ



premium cement