৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মহসিন আলম মুহিন

বিপন্ন মানবতা!

-

মানবতা! মানবতা! গলা উঁচিয়ে চিল্লায় রাজহাঁস-
পাতিহাঁসেরা তাল মিলিয়ে শামুক চিবায়।
লংকা পুড়ে ছাই! তাতে রাবণের কী? হনুমানের লেজে দিয়েছে আগুন! উল্লাসে মাতোয়ারা রাজ পরিষদ-শিশুরা গুলি খায়-মাতৃস্তন শুকিয়ে লেপ্টে গেছে মাটির কবরে! গাছেরা ক্রন্দন করে কার্বনের ঘাটতি-শোকের মিছিল করে কোথায় দেবে অক্সিজেন-কোথাও কেউ নেই-বিরান মরুভূমি-মরুভূমিতে সবুজের অভাব-বৃক্ষহীন চারপাশ! আকাশ থেকে অগ্নি বৃষ্টি ঝরে অবিরত-মানুষের হাতের সৃষ্টি-বারুদের গন্ধে ওপারে চলে যায় কোমল আত্মারা! গাজার মাটি তামা তামা করে-সর্বগ্রাসী সর্পিল রূপ ফোঁস ফোঁস করে বিষ ঢালে-মরে যায় বিবেকরা! যুদ্ধে অর্জিত মালামাল উদরে নেয়-মানুষের রক্ত, নারীর মর্যাদা, শিশুর নরম হাড় সহ কোমল তনু! অট্টহাসিতে ফেটে পড়ে হায়েনার দল-ওপারে আটকে যাবে কাঁটাতারে বেমালুম ভুলে যায়! ভুলে যায়, আটকে যাবে শূলে চড়ে অন্যায় অবিচার! শীতের চাদরে কুয়াশা তাপ দেয় বড্ড বেমানান হুঁশে নেই মানুষ হুঁসে নেই! আজ বিপন্ন মানবতা!!


আরো সংবাদ



premium cement