২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খালাশি মনে অপেক্ষা

-

এই যে শান্ত নদীবুক, নীল জল চিরে ছেড়ে গেলে
রোজকার স্টিমার-কলরোলের পাশে নির্বাক
চোখ, খালাশি মনে কেবল অপেক্ষা আমার।

ঘাটে ঘাটে রেখে গেছি পদছাপ, মানুষ সব ছুটে গেছে
ফেরার আনন্দে-কারো দুপুরমুখো চোখে জেগে উঠে
নির্জীব ঘর, শ্রান্তি ছেড়ে গড়ায়েছে বিকেলঘুম
এখানে আঁকড়ে রাখি অবসন্ন এক সন্ধ্যা।

সব পারাপার থেমে গেলে কুয়াশা বিদীর্ণ কোনো আলো
জাজ্বল্যে প্রতিসরণ ছুঁয়ে গেছে সদ্য লাগা আলকাতরার গলুই,
অন্ধকার বুক ছিঁড়ে উঁকি দ্যায় আলোর শহর-
যুগান্তরকামী নদী বুকে উৎসুক রেখে গেছি বহুকাল-

ভেতরটা নদী হতে চায়, স্রোতটানে ডাকবে অচিন প্রান্তর
কোলাহল এনে জাগবে এখানে ভেতর-
জলে জলে শান্ত অধরে জেগে উঠবে সকাল

খালাশি মনে একটি অপেক্ষা ছুঁয়ে ডাকি সে স্টিমার
সে মেঘবিভ্রম দিনে আর কোনো অপেক্ষা থাকবে না আমার।

 


আরো সংবাদ



premium cement