২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

বোলু বাবালোলার ডেব্যু উপন্যাস

-

নাইজেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা বোলু বাবালোলা তার বেস্ট সেলিং বই ‘লাভ ইন কালার’-এর জন্য বিখ্যাত। লেখিকার কাছ থেকে এসেছে এক মজার ও মনোমুগ্ধকর প্রথম উপন্যাস ‘হানি অ্যান্ড স্পাইস’। বিশ্ববিদ্যালয়ের তরুণ পাঠকদের জন্য প্রস্তুত করা বইটি, যারা তাদের প্রেমের গল্পের সাথে স্নার্কের স্পর্শ পছন্দ করে। স্নার্ক হচ্ছে এমন এক কল্পিত প্রাণী যে এমন লক্ষ্য বা পরিকল্পনা করে যা আসলে বাস্তবায়নযোগ্য নয়। ‘হানি অ্যান্ড স্পাইসের প্লটটি সহজ : কিকি একজন স্বনিয়ন্ত্রিত, উচ্চাকাক্সক্ষী ও বুদ্ধিমতী নায়িকা যেন কমনীয়। প্রলোভনকারীদের মাধ্যমে দেখতে, তাদের নিজস্ব খেলায় খেলতে এবং আবেগগতভাবে অক্ষত হয়ে উঠতে পেরে নিজেকে গর্বিত মনে করে। একদিন মালাকাই নামে এক নতুন ছাত্রের সাথে তার দেখা হয়। সুদর্শন, চতুর এবং সুন্দর। তাকে ভালো বলেই মনে হবে সবার। লেখিকা কিকির এই ভালো মানসীর আসল রূপ তুলে ধরেন। নানা উত্থান পতন ও নাটকীয়তা ঘটে এই উপন্যাসে। বোলু বাবালোলা কিকির সাহসিকতা, অবিশ্বাস, দুর্বলতা ও সতর্কতার চিহ্নগুলোও তুলে ধরেন যা তাদের জীবনে তরুণদের সাথে নারী চরিত্রগুলোর মিথস্ক্রিয়াকে চিহ্নিত করে। যেমন কিকি মালাকাইর কাছে স্বীকার করেছে : ‘তুমিই একমাত্র লোক যে আমার কাছ থেকে কিছু পাওয়ার অভিপ্রায় ছাড়াই আমার হাত ধরেছিলে। তুমি শুধু আমার হাতটা ধরে রাখো। উপন্যাসের অগণিত মজাদার লাইনগুলো মূলত কিকির অভ্যন্তরীণ মনোলগ থেকে আসা। বইটি খোলার সাথে সাথে সে একজন সহকর্মী ছাত্রের সাথে ওয়ান-নাইট স্ট্যান্ডের পরে পালিয়ে যাচ্ছে, যে নিজেকে ক্যাম্পাস ক্যাসানোভা হিসেবে কল্পনা করে কিন্তু যার নানা ত্রুটি বিচ্যুতি আছে। কিকি একপর্যায়ে মালাকাইয়ের সাথে দেখা করে এবং উপন্যাসের আসল কাহিনী শুরু হয়। যাই হোক, উপন্যাসের প্রধান দুই চরিত্রের মধ্যে একটি আকর্ষণীয় মাধুর্য রয়েছে এবং বাবালোলা দক্ষতার সাথে তাদের দৃশ্যগুলোকে একটি কোমল নির্দোষিতা দিয়ে আচ্ছন্ন করে তুলে ধরেছেন, যা রোমান্টিক। এতে আছে হাস্যরস। তাই এটিকে রোমকম বা রোমান্টিক কমেডি বলা হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা হেড লাইন।
বোলু বাবালোলার জন্ম ১৯৯১ সালে লন্ডনের সাউথওয়ার্কে। তিনি সাংবাদিক ও চিত্রনাট্য লেখিকা হিসেবেও পরিচিত। তার প্রথম বই নৃবিজ্ঞান নিয়ে লেখা গল্পগ্রন্থ ‘লাভ ইন কালার’ সানডে টাইমসের দৃষ্টিতে বেস্ট সেলার স্বীকৃতি পায়। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে তিনি এম এ করেন আমেরিকান পলিটিক্স অ্যান্ড হিস্ট্রি নিয়ে। তিনি বিবিসিতে কাজ করেছেন।

 


আরো সংবাদ



premium cement