২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আল মাহমুদ স্মারক সঙ্কলন ‘সারেঙ’

-

প্রকাশিত হয়েছে আল মাহমুদ স্মারক সংখ্যা ‘সারেঙ’। অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত এ সঙ্কলনটি সম্পাদনা করেছেন ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর আব্দুর রহমান মল্লিক। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের খ্যাতিমান কবি, লেখক ও সমালোচকদের নানামাত্রিক বিশ্লেষণে ‘সারেঙ’ আল মাহমুদ সংখ্যা ঋদ্ধ।
এ সঙ্কলনের সূচনায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার শুভেচ্ছা বক্তব্য মুদ্রিত হয়েছে।
সঙ্কলনটি ছয়টি অধ্যায়ে বিন্যস্ত। প্রথম অধ্যায় ‘গদ্য’ শিনোনামে চিহ্নিত। এখানে আল মাহমুদের গদ্য ‘কবি চালিত হন তার শিল্প স্বভাব দিয়ে’ সূচনা...। এরপর আল মাহমুদকে মূল্যায়ন করেছেন ৭৫ জন লেখক। আবদুল গাফ্ফার চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রফেসর মাহমুদ শাহ কোরেশী, তারাপদ রায়, আসাদ চৌধুরী, শিব নারায়ণ রায়, নির্মলেন্দু গুণ, আবুল কাশেম ফজলুল হক, জ্যোতির্ময় দত্ত, সৈয়দ তোশারফ আলী, অসীম সাহা, আলী ইমাম, সন্দীপন চট্টোপাধ্যায়, আবিদ আনোয়ার, উৎপল কুমার বসু, নাসিম আহমেদ, ড. ইয়াহ্ইয়া মান্নান, রেজাউদ্দিন স্টালিন, ড. ফজলুল হক তুহিন, নাসিরুদ্দিন তুসী, হাসান আলীম, ড. তপন বাগচী, সুজিত সরকার, সুবোধ সরকার, সায়ীদ আবুবকর, কামরুজ্জামান, মুজতাহিদ ফারুকী, অমিতাভ দাশ গুপ্ত, ফারুক ওয়াসিফ, আবীর মুখোপাধ্যায়, সালাম সালেহ উদদীন, জাকির আবু জাফর, আতিক হেলাল, জামালউদ্দিন বারী, এম আবদুল্লাহ, রাজু আলাউদ্দিন, মেহেদী হাসান পলাশ, মামুন সারওয়ার, দেবশঙ্কর হালদার, জাহানারা পারভীন, স্বাগতা দাশ গুপ্তা, উত্তম দত্ত, নির্ঝর নৈঃশব্দ্য, নাসরীন গীতি, মনসুর আজিজ, ধ্রুব সাদিক, মাসুদ কামাল হিন্দোল, পাবলো শাহি, হাসান রোবায়েত, কমরুদ্দীন আহমদ, খোরশেদুল আলম, মহসিন রাহুল, মোস্তফা হামরদী, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ইমরান মাহফুজ, চণ্ডী মুখোপাধ্যায়, সুমন ঋণ, রাহুল দাশগুপ্ত, ঋতম মুখোপাধ্যায়, দেব কুমার সোম, হিন্দোল ভট্টাচার্য, বল্লরী সেন, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, বেবী সাউ, রূপক চক্রবর্তী, আলম শামস, কাজী জহিরুল ইসলাম, আ ফ ম মশিউর রহমান, মোহাম্মদ নূরুল হক, ফাতেমা ইরাজ, সৈয়দ শিশির, আবিদ আজম, বিবিসি বাংলা, মুহাম্মদ ফাওজুল কবির খান ও আব্দুর রহমান মল্লিক।

 

দ্বিতীয় অধ্যায় বিন্যস্ত হয়েছে ‘আল মাহমুদকে লেখা বিশিষ্টজনদের চিঠি’ শিরোনামে। এখানে কবি জসীমউদ্দীন, সুনীল গঙ্গোপাধ্যায়ের, অমিতাভ দাশগুপ্ত, সুধাংশ শেখর দে এবং জসীমউদ্দীনকে লেখা আল মাহমুদের চিঠি মুদ্রিত হয়েছে।
তৃতীয় অধ্যায়ে রয়েছে ‘বিশিষ্টজনদের বিষয়ে আল মাহমুদের অভিব্যক্তি’। এ সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীন প্রসঙ্গে আল মাহমুদের মতামত মুদ্রিত হয়েছে।
চতুর্থ অধ্যায়ে আল মাহমুদের ৫টি সাক্ষাৎকার গ্রন্থিত হয়েছে। পঞ্চম অধ্যায়ে রয়েছে আল মাহমুদকে নিবেদিত কবিতা। এ অধ্যায়ের সূচনায় আল সোনালি কাবিন সনেট গুচ্ছ ও একটি অগ্রন্থিত কবিতা সঙ্কলিত হয়েছে। তাকে নিবেদিত কবিতা লিখেছেন-শাহীন রেজা, হাবিব মোস্তফা, সাইফুদ্দীন আহমেদ, হাসান ওয়াহিদ, আহমেদ ইউসুফ, রাবাত রেজা নূর, জাফর পাঠান, শামীমা সুলতানা, সাঈদ চৌধুরী, নাসরীন সুলতানা, জান্নাতা নিঝুম শিল্পী ও সিফাত আরা হুসেন।
ষষ্ঠ অধ্যায়ে আল মাহমুদের জীবন প্রবাহ সঙ্কলন করেছেন ড. ফজলুল হক তুহিন, আল মাহমুদের রচনাবলি, পুরস্কার ও সম্মাননা গ্রন্থিত করেছেন ড. ইয়াহ্ইয়া মান্নান। সবশেষে গ্রন্থিত হয়েছে কবির স্মৃতিময় অ্যালবাম।
অপসেট পেপারে মুদ্রিত ৫৮৪ পৃষ্ঠার ‘সারেঙ’ সংখ্যাটির পরিবেশক সরলরেখা প্রকাশনা সংস্থা। চমৎকার প্রচ্ছদ অঙ্কিত হয়েছে মিডিয়া ভিলেজ থেকে। সম্পাদক ও সম্পাদনা পরিষদকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন...।
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা। রকমারি ডটকমেও সঙ্কলনটি পাওয়া যাবে। যোগাযোগের মুঠোসংযোগ : ০১৭১৬ ৪৭৭ ৬০০।

 


আরো সংবাদ



premium cement
জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ

সকল