২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুর্ভিক্ষের দিগন্ত

-

বিনিদ্রায় যে পাখি ডাকে
রাত্রি বেয়ে যে পাখি শিস দেয় মরাডালে,
আমি তারে চিনি!
যে পথিক আষাঢ়ে বৃষ্টির ছলে ফুল করে দান
যে পথিক কবরে দাঁড়িয়ে চিৎকার গুনে নবজাতকের, আমি তারে চিনি।
দুর্ভিক্ষের দিগন্তে যে পাখি উড়ে, আমি তারে চিনি। যে পাখি বসে আছে জীর্ণ কোনো লাশের পাশে আমি তারে চিনি।
যে পাখি তৃষ্ণায়, হেলায়, অথবা কঙ্কালের বীভৎস নেশায় মাতে, আমি তারে চিনি!
নিশিদিন কথা হয় তার সনে। কথা হয় শালুক ফুলে শিশিরের সনে।
কথা হয় ঝরে পড়া বকুল, গন্ধহীন ফুল এর সনে।
কথা হয় দিকপাল হীন উদ্বাস্তু নাবিকের সনে, নিশিদিন কথা হয় তার সনে।


আরো সংবাদ



premium cement