০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


আমারই জয়

-

নির্ঝরে কাঁদার পর একটা বৈশাখ পেলাম!
এই তো কিছু দূর হাঁটার পর কোথায় গেল...?
গাছের কাছে আবার ঋণী হয়ে রইলাম
তবে আমি কি টাকার কেনা গোলাম...!

মন্দ কথাগুলোও আজকাল ভালো লাগে
মাছের মা হয়ে থাকার স্বাদ জাগে...!
কারণে অকারণে যারা পুকুর চুরি করে খায়
থাকব না আর তাদের ভাগে।

কিন্তু, এখনো আমি মরুর প্রান্তরে দাঁড়িয়ে,
মুখের লালা নিয়ে বেঁচে আছি...!
দাঁড়কাকের সাথে আমার সর্বদা তর্ক হয়
বাস্তবে হারলেও স্বপ্ন তো আমারই জয়।


আরো সংবাদ



premium cement