২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

জে.কে রাউলিং এর নতুন বই অক্টোবরে বাজারে আসছে

-

হ্যারি পটার সিরিজ লিখে ইতিহাস সৃষ্টি করেছেন বৃটিশ লেখিকা জে.কে রাউলিং। হয়েছেন বিলিয়নিয়ার। এক সময় তিনি তার এই বিখ্যাত সিরিজ বন্ধ করে দেন। কিছুদিন বিরতি দিয়ে তিনি আবার সরব হন। আবার বিরতি দিন। এর পর নতুন করে লেখালেখির জগতে ফিরে এসেছেন। তার নতুন বই ‘দি ক্রিসমাস পিগ’ আগামী ১২ ই অক্টোবরে প্রকাশিত হচ্ছে। নাম থেকেই বোঝা যাচ্ছে পবিত্র বড়দিন উপলক্ষে লেখা এটি, যাকে বলা হচ্ছে হলিডে চিলড্রেন স্টোরি। এটি কিশোর উপযোগী বই। এই কাহিনীর নায়ক একজন বালক, তার নাম জ্যাক। তার রয়েছে একটি প্রিয় খেলনা তারও একটা নাম আছে ডুর পিগ। এক সময় সেটি হারিয়ে যায়। এ ছাড়াও আরো নতুন নতুন চরিত্র রয়েছে এই বইয়ে। বড়দিনের আগে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটবে, হারানো অনেক কিছুই পাওয়া যাবে। ডুর পিগের পরিবর্তে জ্যাক পাবে নতুন একটি নতুন খেলনা। রাউলিং ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটার ছাড়াও তার কলমী নাম বা পেন নেম রবার্ট গলব্রেথ নামে গোয়েন্দা উপন্যাস ও কিশোরদের বই ‘দি ইকাবগ’ লিখেছেন। জে.কে রাউলিংও কিন্তু তার পেন নেম। তার আসল নাম জোয়ানি রাউলিং। জন্ম ১৯৬৫ সালে। আবার তার বই বের হচ্ছে প্রকাশনা জগতে এটা হচ্ছে একটা বড় খবর। তার পাঠক ও ভক্তরা এতে মহাখুশি।


আরো সংবাদ



premium cement