২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টানখানা

টানখানা
-

নদীনীড়ে অনদীর প্রতি মহাটান
মৃত ডালে জ্বলজ্বল উচ্ছল প্রাণ।
মেঘের স্পর্শে হলো জগৎ অচেনা
পাহাড়ের বন্দরে শত লেনাদেনা।

পাপড়ির রাঙা ভাঁজে রসের শহর
অবসর কই তাতে কয়েক প্রহর!
মেঘের মধ্যিখানে পাগলের বেশে
সারাবেলা সাইক্লোন সুখহাসি হেসে।

চোরাবালি বালুজলে পানি-বালু নাই
হারাবার আকাক্সক্ষা- স্বাদ একটাই।
বৃষ্টির বারি লেগে ঝরনার গায়
সহজে কঠিন তারে কেড়ে নিতে চায়।
সমতল অঞ্চল দিয়ে যায় ডাক
চলে এসো ছেড়েছুড়ে সব পড়ে থাক।


আরো সংবাদ



premium cement