২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ধুলোর শহরে

-

এই যে মেঘ আকাশজুড়ে আছে
জমে থাক তুমুল হাওয়ার বেগে
একটু আধটু ভালোলাগার ছায়ায়
ধুলোর শহরে

একটু পরই বৃষ্টি হবে ঝিরিঝিরি
মাঠের পর মাঠ দৌড় ছাগলছানা
কানামাছি ভোঁ, দৌড়ে গোল্লাছুট

এই যে আমি বর সেজে বসেছিলাম
আষাঢ়-শ্রাবণ বরষার উঠোনজুড়ে
কনের খোঁজে মিছে মিছে গেল
আমার এক সরষে ইলিশ যৌবন

এখন একটু আধটু টিপটিপ শব্দে
ঘুম ভাঙলে শুধুই আড়াল, দেয়াল

তবু প্রেম আমার খুন হলে পরে
হবে রক্তপাত এই শহরের বুকে


আরো সংবাদ



premium cement