২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লেখালেখি শুরুর গল্প

-

কিছু কিছু পাওয়া না চাইতেই হয়। কিছু কিছু পেশায় উদ্দেশ্য ছাড়া আসতে হয়। তেমনই কোনো উদ্দেশ্য ছাড়াই আমার লেখালেখিতে আসা।
ছোটবেলা থেকেই আমার বই পড়ার অভ্যাস। অনেক বই পড়তাম। এতো বই পড়তাম যে পড়া নিয়েই একটা চিন্তা তৈরি হলো আমার ভেতর। এক সময় নিজেই ভাবতে লাগলাম যে, আমি শুধু বই পড়ব কেন? আমিও লিখব। মূলত এ ভাবনা থেকেই লেখালেখিতে আসা। এবং এ ভাবনা থেকেই লেখালেখি শুরু । আমার লেখার মধ্যে গবেষণাধর্মী লেখাই বেশি।
আমার পেশা শিক্ষকতা। এ পেশা আমার লেখালেখির কাজে সাহায্য করেছে বেশ। নতুন নতুন গবেষণামূলক লেখালিখতে পেরেছি শিক্ষকতা পেশার কারণে। একটা সময় শিক্ষাকতার মতোই লেখালেখি পেশা হয়ে ওঠে । এখন আগাগোড়া লেখালেখি আমার নেশা এবং পেশা।
একটা সময় কলাম লেখা শুরু করি। প্রচুর কলাম লিখেছি। পরবর্তিতে প্রকাশিত কলাম নিয়েই প্রথম বই বের হয়। প্রকাশকরা আগ্রহ করেই বই বের করেছেন।
আমার প্রথম লেখা প্রকাশ পায় সেই ছোট বেলাতেই । স্কুলে দেয়ালিকা ও ম্যাগাজিনে প্রকাশ পায়। প্রথম লেখা প্রকাশিত হওয়ার পর আনন্দে নেচে উঠল মন। প্রথম বই প্রকাশ ও আমাকে আনন্দ দিয়েছে বেশ।
আমি এখনও নিয়মিত লিখছি। শেষ পর্যন্ত লেখালেখি করে যেতে চাই এটাই আমার স্বপ্ন।
অনুলিখন : হাসান সাইদুল


আরো সংবাদ



premium cement