০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিষণœ আঁধার

-

জংধরা কাঁটাতারে ঝুলছে ছিন্নভিন্ন ফালানি
সকাল-সন্ধ্যায় সময়ের ভিন্ন মেরুকরণে
টগবগে যুবক নিমিষেই নিথর লাশ।

কোন একপক্ষ রেগে যায় একতরফা
জেঁকে বসা বিচারহীনতার সংস্কৃতি
মাটির ধুলোয় এঁকে দেয়
ছোপ ছোপ রক্তের একুশে আল্পনা।

তৃষ্ণার্ত ছেলেটি এক ঢোক পানি চেয়েছিল
অথচ সে নিজেই এখন
অতল জলে হাঙরের শিকার।

জুঁই সাদা ভাত সাজিয়ে বসে থাকেন মা
উৎকণ্ঠিত চিত্তে একমনে জপেন দোয়া ইউনুস,
বিষন্ন আঁধার গিলে খায় দ্বিপক্ষীয় শর্ত
মগজের স্নায়ুতে কাঁদে বিয়োগের অংক।

অনিয়মের দরজা-জানালা বন্ধ করে দাও
খুলে দাও সীমানা প্রাচীর
মানুষে মানুষে ঘুচুক ভেদাভেদ
সমগ্র বিশ্ব হোক মানচিত্রের একটি মাত্র দেশ।


আরো সংবাদ



premium cement