২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সোলায়মান আহসান

-

আর কি আসবে দিনÑ প্রতীক্ষার পেরিয়ে চৌকাঠ
আমাদের গৃহস্থালি (সুখের বেবাক ঘরদোর)
থাকবে কি নিরাপদÑ সূর্যস্নাত অপরূপ ভোর
স্বপ্নের সবুজ ক্ষেত অফুরন্ত ফসলের মাঠ!
আমাদের মানচিত্র শকুনির হিংস্র থাবায়
বিপন্ন প্রকৃতি আর যত খাল বিল নদী
কখনো বিদ্রƒপ ধ্বনি কাতরানি শুনি আর যদি
তখন আমিও হবো হন্তারক চোখ রেখে কাবায়।

তার চেয়ে এসো করি জীবনের বাজি রেখে শ্বাস
ভালোবেসে মিটে যাক যতটুকু পাওনা দিনার
সবুজের মাতামাতি অবারিত প্রাণের উদ্ভাস
মিটে যাক ভাগাভাগি কড়ি দিয়ে ফসল কেনার।
জাতিসঙ্ঘ! তোমাদের প্রয়োজন নেইতো এবার
সঙ্ঘহীন মানবতাÑ ঘুচে যাক যত অবিশ্বাস!


আরো সংবাদ



premium cement