০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


যে আশায় আজো আছি

-

সুনীল আকাশ যাবে না তো ঢেকে নীলনকশা মেঘে?
সেই কবে থেকে স্বপ্ন প্রতীক্ষায় আছে মানুষেরা,
কালের জমানো জরাজীর্ণ ব্যাধি দূর হয়ে যাবে;
দূর হয়ে যাবে মনের পঙ্কিল, আলোকিত হবে
কৃষাণীর মুখ, মাটির মমতা উঠবে উছলে,
কবি-জারি-সারি, ভাটিয়ালি গান ছড়াবে সুবাস।

সবুজ ডানায় হলুদাভ রোদ দু’হাতে ছড়াবে
ধন-ধান্যে ভরা হেমন্ত বাতাস, দোলাবে স্বদেশ।
থাকবে না যেথা কোন মলিনতা, নির্ভীক দীনতা,
আঁধার ডিঙিয়ে সারা দিন-মান স্বীয় মহিমায়
উদ্ভাসিত হবে স্বপ্নের উঠোন কাক্সিক্ষত সৌরভে,
যে আশায় আজো বুক বেঁধে আছি নোঙর তোলার।

জসীম কবির সৃজনী লালিত্য যাবে না তো থেমে?
সোজন-বাদিয়া আর নকশিকাঁথা কারুকার্যময়ে
অতীতের সব ভ্রান্তি ঘোচায়ে ঝেটিয়ে বিদায়
করে দেবো, ‘দীপ্ত উঁচানো আঙ্গুল’ নামিয়েছে যারা।
সেই কবে থেকে স্বপ্ন প্রতীক্ষায় আছে মানুষেরা;
স্বপ্নিল আকাশ যাবে না তো ঢেকে নীলনকশা মেঘে?

 


আরো সংবাদ



premium cement