২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাউকে পেলাম না

-


এখানে যারা ছিল এতদিন
সুখে-দুঃখে, কাজে-কর্মে ক্লান্তিবিহীন
যারা নাকি আশার আলোয়Ñ
ভুলে যেত যত গ্লানি জীবনের,
আজ রাতেÑ
শহরের অলি-গলি ঘুরে
তাদের কোথাও আমি
পেলাম না খুঁজে।

বাস্তবের রূঢ় সাংহারেও
যারা ফের ঘুরে দাঁড়াত দ্বিগুণ শক্তিতে
সূর্যের তেজে, স্বপ্নের আলোয়
দেখে নিতো জীবনের পথÑ
তাদের অনেকের সাথেই তো আমার
ছিল পরিচয়,
এবং কারো কারো ঠিকানা আমি
সযতেœ লিখে রেখেছিলাম!
কিন্তু আজ রাতে সেসব ঠিকানায়
খুঁজে খুঁজে তাদের কাউকে
আমি পেলাম না আর।


আরো সংবাদ



premium cement