২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ব্ল্যাক লাইভস ম্যাটার

-

একে তো পিচ-কালো, দারিদ্র্য, তার ’পরে
রেখেছে ঢেকে তার শক্তির রূপ-খনি;
অবজ্ঞা-অনাদর-বঞ্চনা বালুচরে
যেন সে বেড়ে ওঠা শীতল মরুদ্যান

নিটোল তনু তার, শক্তিতে যেন বাঘ,
হৃদয়ে অন্তহীন নিখাদ ভালোবাসা
কেবল কালো রঙ করেছে তাকে ভাগ,
দেয়নি যুক্ত হতে রূপের সভ্যতায়

চোখের মণি কালো, কালো সে মণি দিয়ে
মানুষ কালো দেখে ঘুরিয়ে নেয় মুখ;
কী হয় ঝকঝকে সাদার খনি দিয়ে
কেবল মুহূর্তের চোখের সুখ ছাড়া?

রতিতে কালো সেরা, গতিতে কালো সেরা
হৃদয় ঠাণ্ডা করা কালোর অনুরাগ;
সাদার পাছে তবু মাতাল মানুষেরা
ছুটছে অন্ধ হয়ে কেমন বল্গাহীন!


আরো সংবাদ



premium cement