২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ধৈর্য

-

অন্ধকার এক অমানিশায় ছেয়ে গেছে পৃথিবী,
আমাদের সময়গুলোও কেমন যেন,
থমকে গেছে সকল দেনাপাওনা।

দিনগুলো কাটে কত না অপেক্ষায়,
রাতগুলো উদ্বেগ, উৎকণ্ঠায় পেরিয়ে যায়।
নির্ঘুম সময়গুলোতে হঠাৎ যেন ঘুমের আসর জমেছে,
একেকটা দিন একেকটা যুগের মতো মনে হয়।

শুনতে কি পাচ্ছ তুমি,
হে মহান, অসীম, দয়াবান স্রষ্টা,
কতটা নির্মমভাবে কাটে সময়,
কতটা ক্ষতবিক্ষত, জর্জরিত আমাদের হৃদয়!
আর কত কাটবে অপেক্ষায়,
আর কত অশ্র“ ঝরলে হবে ক্ষয়!

মন হয়ে ওঠে অস্থির, চঞ্চলতায়,
এই বুঝি সব ভেঙে চুরমার হয়ে গেল,
তবু শান্ত করি, বলি,
ধৈর্য, ধৈর্য, ধৈর্য!


আরো সংবাদ



premium cement