২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রুমির রমজানের গজল

-

অনেক সময় ধরে প্রিয়জনের প্রতিচ্ছবি আমাদের সাথে
আমাদের জন্য গোটা জীবন আনন্দের সমারোহ
যেখানে সখাগণ মিলিত হন, নীড়ের মাঝখানে
আল্লাহ কর্তৃক, সমান্তরালভাবে ছড়িয়ে দেয়া

আর যেখানে মনোবাঞ্ছা সত্য হয়
সেখানে হাজার খেজুর থেকে একটি কণ্টক উত্তম
যখন আমরা প্রিয় সরণির শীর্ষে ঘুমাই
কৃত্তিকা আমাদের উপাধান ও কম্বল
যখন আমরা প্রিয়ের অলক শীর্ষে ঘূর্ণায়মান
কদরের রাতে, কদর আমাদের
যখন তার সৌন্দর্যরূপ বিচ্ছুরিত হয়
পাহাড়, জমিন ও ধরা ঝকমক করে

যখন আমরা তার সুগন্ধির অনিল কামনা করি
বাঁশি ও বেণুর প্রতিশব্দের অনিলে
ধূলোতে যখন তার নাম লিখি
ধূলোর প্রত্যেকটি কণা কৃষ্ণ আঁখির হুর হয়ে যায়
আমরা অগ্নির উপর দিয়ে উচ্চারণ করি তার বানান
যার ফলে উত্তপ্ত আগুন পানির মতো শীতল হয়

কেনো লম্বা কাহিনী বলবো? যখন আমরা উল্লেখ করি
অশরীরীদের কাছে তার নাম, তখনই তা জীবন্ত হয়
সেই কৃশতায় যাতে ভালোবাসা আছে
হাজার আখরোট থেকেও সারওয়ালা

সেই তাৎক্ষনিকতা যখন প্রেম তার অবয়ব দেখায়
এসব কিছু মধ্যখান থেকে উধাও হয়ে যায়
নিশ্চুপ! মোহরাঙ্কিত করার কাজ সম্পূর্ণ হয়েছে
প্রভু আকাক্সিক্ষতের পূর্ণতা সর্বোচ্চ

(জালালুদ্দিন রুমির দিওয়ানে শামস তাবরিজি নামক গজলগ্রন্থের ৩৬৪ নং গজলের বাঙলায়ন।)


আরো সংবাদ



premium cement