০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


গল্পকথা

রিশা রাফির দিনগুলো

-

আঠারো.
রিশা, রাফি একে অপরের দিকে তাকিয়ে হাসি বিনিময় করল।
দুই ভাই-বোন হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ঠিক তখনই মায়ের সাথে মুখোমুখি সংঘর্ষ। মা কটমটে চোখে ওদের দিকে তাকালেন। ওদের ভালো করে পর্যবেক্ষণ করলেন। মা রাগিস্বরে বললেন, তোমাদের হাতে পায়ে কাঁদামাটি লেগে আছে কেন? রিশা, রাফি একে অপরের দিকে তাকাল। মা বললেন, কী ব্যাপার? উত্তর দিচ্ছো না কেন? রাফি বলল, আমি গাছ লাগিয়েছি। রিশা বলল, আমিও গাছ লাগিয়েছি। মা একপ্রকার দৌড়ে ছাদে গেলেন। ভয়ে রিশা, রাফি কাঁপছিল। কাঁপছিল ওদের ছাদ বাগান। মা ঝাঁজালো কণ্ঠে বললেন, এ কী করেছ তোমরা? রিশা, রাফি কী যেন ভাবল। তার পর সাহস নিয়ে বলল, আমরা ভালো কাজ করেছি। গাছ লাগিয়েছি। আমাদের ছাদ সবুজে সবুজ হয়ে উঠবে। মা চেঁচিয়ে উঠে বললেন, সবুজে সবুজ হয়ে উঠবে ভালো কথা। গাছে যখন পানি দেবে ছাদ নষ্ট হয়ে যাবে। তখন কী করবে? রিশা, রাফি চুপ করে থাকল। ওরা মায়ের প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আপাতত এই প্রশ্নের উত্তর ওদের কাছে নেই। তাই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকল। মা বললেন, যাও এখন পড়তে বসো।
রিশা,রাফি পড়তে বসল। কিন্তু পড়ায় মন বসল না। ওদের মাথার ভেতর মায়ের প্রশ্নটি ঘুরতে লাগল। ওরা উত্তর খুঁজতে লাগল। (চলবে)


আরো সংবাদ



premium cement