২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

আশিক জায়দী : টিভি মেরামত করা পেশা কি ইসলামের দৃষ্টিতে বৈধ?
মাওলানা লিয়াকত আলী : টিভি বা রেডিও একটি যন্ত্র মাত্র। এটিকে ভালো ও মন্দ উভয় প্রকারের উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ রয়েছে। যারা এটিকে মন্দ উদ্দেশ্যে ব্যবহার করে, তারা এ জন্য দায়ী থাকবে। আর যারা এটিকে ভালো কথা ও কাজের প্রসারে ব্যবহার করবে, তারা অবশ্যই ভালো প্রতিদান পাবে। সুতরাং টিভি মেরামত করা ইসলামের দৃষ্টিতে অবৈধ হওয়ার যুক্তি নেই। যদি এমন হয় যে, একটি জিনিস শুধুই মন্দ কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটি উৎপাদন, মেরামত বা সংস্কার করা বৈধ হবে না।


আরো সংবাদ



premium cement