০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : আমি সেলস মার্কেটিংয়ে জব করি। চাকরির কারণে আমি অনেক সময়ই এক দিনেই ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করি, বাইকে। এরকম পরিস্থিতিতে কি আমি নিজেকে ভ্রমণকালে মুসাফির ধরে নেবো? কসর পড়ব?

মাওলানা লিয়াকত আলী : শুধু ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করলেই সফরের হুকুম প্রযোজ্য হয় না। একই এলাকায় বা কাছাকাছি এলাকার অলিগলি বা ছোটবড় সড়কে যত বেশি ভ্রমণ করা হোক না কেন, তা সফর নয়। কারো গন্তব্য যখন নিজ বাসস্থান থেকে কমপক্ষে ৪৮ মাইল বা প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে হবে, তখনই সে নিজেকে মুসাফির বলে গণ্য করতে পারবে। অতএব আপনাকে পুরো নামাজ আদায় করতে হবে।


আরো সংবাদ



premium cement