২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন: আমাদের অনেক প্রয়োজনে ব্যাংকে টাকা রাখতে হয়। ব্যাংকের দেয়া সুদের টাকা নেয়া নাজায়েজ, তবে এই টাকা কি করা উচিত?
ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর : এই টাকা গরিব- অসহায় মানুষদের দিয়ে দেবেন।
প্রশ্ন: মসজিদের টাকা দিয়ে মুয়াজ্জিন, ইমাম ও খতিবদের সম্মানি দেয়া জায়েজ হবে কিনা।
ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর : আপনি যদি কোন বাড়িতে কাজ করেন তাহলে তো নিশ্চয় বাড়ির মালিক তার টাকা দিয়ে আপনার বেতন দেবেন। আপনি যখন মসজিদে কাজ করবেন তখন মসজিদের টাকা দিয়েই তো আপনার বেতন দিতে হবে। ইমাম-মুয়াজ্জিন-খতিব সবাই মসজিদের কাজেই তো লিপ্ত, তাহলে প্রশ্ন উঠবে কেন? মসজিদের টাকা দিয়ে বেতন না দিলে কোন টাকা থেকে তাদের বেতন দিবে? সুতরাং জায়েজ।


আরো সংবাদ



premium cement