৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে বয়লার বিষ্ফোরণে চীনা প্রকৌশলী নিহত, আহত ৬

গাজীপুরে বয়লার বিষ্ফোরণে চীনা প্রকৌশলী নিহত, আহত ৬ -

গাজীপুর মহানগরের পানিসাইল পলাশ হাউজিং এলাকায় টং রুইদা ইন্ডাষ্ট্রি নামের এক ব্যাটারি তৈরীর কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় বয়লার বিষ্ফোরণ ঘটেছে। এতে ওই কারখানার চীনা প্রকৌশলী পিউ জুই (৫২) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর অন্তত ছয়জন আহত হয়েছে।

জানা গেছে, গুরুতর আহত দগ্ধ শ্রমিক অমল ঘোষকে (৩২) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং অন্যদের শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি (তদন্ত) মো: মহিউদ্দিন ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে সাত দিন বন্ধ থাকার পর মঙ্গলবার কারখানাটি চালু কারার প্রক্রিয়া চলছিল। কিন্তু বয়লার চালু না হওয়ায় ওই চীনা প্রকৌশলীসহ অন্যান্যরা তা মেরামত করছিলেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়লারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে চীনা প্রকৌশলী পিউ জুই ঘটনাস্থলেই নিহত হন এবং অপর অন্তত ছয়জন আহত হয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement