১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩

সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ - ছবি : সংগৃহীত

সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ড-সংলগ্ন তারা মিয়া সড়কে একটি দর্জির দোকানে এসি বিস্ফোরণ হয়েছে। দোকানের কাঁচ (থাই গ্লাস) ভেঙে সড়কে পড়েছে। এ সময় তিনজন দগ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

দগ্ধ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকিদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাভার ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার গেন্ডা বাসন্ট্যান্ড-সংলগ্ন তারা মিয়া সড়কে বাহার সুপার মার্কেটে টিনসেট ২ নম্বর দোকানের আদ্রিতা ফেব্রিক্স নামের একটি টেইলার্সে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। ওই সময় দোকানের ভেতর থাকা মালিক ইউসুফ আলী খান (৪৫), তার বন্ধু নাহিদ হাসান (৪২) ও কাস্টমার আনসার আলী (৫০) দগ্ধসহ ১০ জন আহত হয়। তাদের প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ও পরে গুরুতর দগ্ধ ইউসুফ, নাহিদ হাসান ও আনসার আলীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অন্য আহতরা হলেন সাইদুর ইসলাম (৩০), বাবু মিয়া (২৪), হাসান নাহিদ (৪৮), আজাদ (৫০) ও বাবুল (৪৬), মালিহা খান (২৬), অনিক হাসান (৩২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, দোকানটিতে ব্যবহৃত এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের টিনশেড দোকানের ওপরে অ্যাঙ্গেল উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। আমরা খবর একটু দেরিতে পেয়েছি।’


আরো সংবাদ



premium cement
বাগাতিপাড়া সাবেক স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেয়ার প্রস্তাব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি

সকল