১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি

বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি - নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে ২০ হাজার টাকা চাঁদা না দিলে এক বিধবাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে লাইলি বেগম বলেন, ‘আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার পরিচালনা করতে হয়। ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী জসিম কাজী আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।’

তিনি বলেন, ‘আমি এ চাঁদা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘জসিম কাজী এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানি করে।’

তিনি পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে জসিম কাজী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

তবে প্রাণনাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল