১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু - প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নুরুন নাহার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের কৈয়ারপুল গ্রামের তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নুরুন নাহার ওই বাড়ির মরহুম আবুল বাসারের স্ত্রী। তিনি তিন ছেলের জননী।

তার আত্মীয় পারভিন আক্তার বলেন, দুপুরে তার চিৎকারে বাড়ির সবাই দৌড়ে ঘরে গিয়ে দেখে হাতের আঙ্গুলে কামড় দিয়েছে বিষধর সাপ। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার করা হয়েছিল।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement