বঙ্গবন্ধুর সমাধিতে গাসিকের মেয়র জায়েদার শ্রদ্ধা
- গোপালগঞ্জ প্রতিনিধি
- ২৮ মে ২০২৩, ১৭:১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।
রোববার দুপুরে বিপুল সংখ্যক কর্মী সমর্থক সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে তার পরিবারের নিহত সদস্যদের রুহের শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। পরে সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জায়েদা খাতুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা