২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মালিবাগে ট্রেন-বাস সংঘর্ষ : ট্রেন চলাচল শুরু

মালিবাগে ট্রেন-বাস সংঘর্ষ : ট্রেন চলাচল স্বাভাবিক। - ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাস কমলাপুরগামী ট্রেনের সাথে ধাক্কা লাগার জেরে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের বাসটি সরিয়ে নেয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সকলের সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়। এর পরে রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার পর সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারো রেল যোগাযোগ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় সোহাগ পরিবহনের বাসটিতে চালক ও হেলপার ছিলেন। এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরো সংবাদ



premium cement