০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


গুলিস্তানে বিস্ফোরণ : উদ্ধার অভিযান শুরু

- ছবি - ইন্টারনেট

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজ বুধবার প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে ভবনের বেজমেন্ট ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বলে ভেতরে ঢুকতে পারেননি উদ্ধারকারী দল।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমণি শর্মা।

তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় ভবনের ভূগর্ভে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাই স্থগিত করা হয়েছে। সেনাবাহিনী বেজমেন্টের কাজ করবে। তারপর উদ্ধারকাজ শুরু হবে।’

বিস্ফোরণে আজ সকাল পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ভোর হওয়ার পর থেকে স্বজনরা নিখোঁজদের সন্ধানে ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ভিড় জমিয়েছেন। তারা আশা করছেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে আটকে থাকতে পারে অনেকে।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে ঢাকা মেডিক্যালের বিভিন্ন ওয়া‌র্ডে ২০ জন চি‌কিৎসাধীন। এছাড়া বার্ন ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন ১১ জন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্থানের সিদ্দিক প্লাজায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এ পর্যন্ত ১৮ জনের লাশ পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement