কুলিয়ারচরে বিএনপির ৩ কর্মী আটক
- কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:২০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কুলিয়ারচর থানার এসআই দেব দুলাল দে’র নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর বিস্ফোরক আইনে করা কুলিয়ারচর থানার মামলায় ১৪ নম্বর আসামি উপজেলার রামদী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো: বকুল মিয়া (৫০) এবং মামলার তদন্তে প্রাপ্ত আসামি কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র মো: কাজল সরকার (৪৫) ও পশ্চিম জগতচর গ্রামের আমিন খানের পুত্র মো: বিজয় খানকে (২১) আটক করে কিশোরগঞ্জ জেলা আলতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সোয়া ১২টায় উপজেলার জাফরাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে নাজিম উদ্দিন মামলাটি করেন।
মামলায় উপজেলার রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজলু মিয়া, সাধারণ সম্পাদক সাফি উদ্দিন, বিএনপি নেতা আয়েত আলী, যুবদল নেতা সাজ্জাত হোসেন শামিমসহ ২০ নেতাকর্মীর নাম ও দলীয় পদবি উল্লেখ করে আরো অজ্ঞাত নামের ৪০-৫০ জনকে আসামি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা