২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে : আফরোজা আব্বাস

সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে : আফরোজা আব্বাস। - ছবি : নয়া দিগন্ত

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে। তারা উন্নয়নের নামে জনগণের ট্যাক্স নিয়ে বিদেশে পাচার করছে। তাদের ছেলে-মেয়েরা বিদেশে থাকে। কানাডায় তারা বেগম পাড়া করেছে। মালয়েশিয়ায় টাকা পাচার করেছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এতো পদ্মা সেতু পদ্মা সেতু করছে; অথচ একদিকে যখন বন্যায় দেশে মানুষ না খেয়ে থেকেছে, তারা তখন পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ উল্লাসে মেতেছে। তাদের হয় পদত্যাগ, নয়ত দেশ ত্যাগ করতে হবে। কিন্তু এদেশের জনগণ তো তাদেরকে দেশত্যাগ করতে দেবে না। তারা পদত্যাগও করবে না। তাদেরকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে।’

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ‘জনগণ ভোটের অধিকার হারিয়েছে, মানবিক অধিকার হারিয়েছে, মৌলিক অধিকার হারিয়েছে। সরকার বেহায়ার মতো নির্লজ্জভাবে
জনগণের ওপর চেপে বসেছে। এই সরকারকে আজ উৎখাত করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘নারীরা আজ ঝাড়ু আর লাঠি হাতে নেমে পড়লে আওয়ামী লীগের সরকার পালানোর পথ পাবে না।‘

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে বলেন, ‘দেশ জাতি ও দলকে রক্ষা করতে প্রস্তুত থাকতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করে তুলতে হবে।’

জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিলকিস ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, নাজনীন রহমান, শাহানাজ সুলতানা, রুনা লায়লা পপি প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল