০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


পদ্মায় অবৈধ যাত্রী পারাপার, ৬ ট্রলার জব্দ

পদ্মায় অবৈধ যাত্রী পারাপার, ৬ ট্রলার জব্দ - ছবি নয়া দিগন্ত

করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে ছয়টি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও ঘাটের পাশের এলাকা থেকে ট্রলার ছয়টি জব্দ করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করে জানান, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার এখন সম্পূর্ণ নিষেধ। কিন্তু নিষেধ উপেক্ষা করে ট্রলারে যাত্রী উঠানোর কারণে শিমুলিয়া ঘাট, কান্দিপাড়া ও মাওয়া মৎস আড়তের কাছ থেকে ছয়টি ট্রলার জব্দ করা হয়।

এ সময় ট্রলার চালকরা পালিয়ে গেছে। যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। জব্দ করা ট্রলার নৌ-পুলিশের হেফাজতে আছে।

তিনি জানান, সন্ধ্যার পর থেকে ১০টি ফেরি চলাচল করছে। যাত্রীরা দিনেই ওপারে চলে গেছে। বর্তমানে মাওয়া ঘাটে কোনো যাত্রী নেই।


আরো সংবাদ



premium cement