২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গজারিয়ায় ইসতিসকার নামাজ আদায়ের পর রহমতের বৃষ্টি

গজারিয়ায় ইসতিসকার নামাজ আদায়ের পর রহমতের বৃষ্টি - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে গ্রীষ্মের খরা, অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। এর ছয় দিন পর শুক্রবার ভোররাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গজারিয়াসহ প্রতিটি উপজেলায় বছরের প্রথম বৃষ্টি হয়েছে।

উপজেলার ফসলি জমি ও মাঠ-ঘাট যেন আজ নতুন জীবন ফিরে পেয়েছে। হঠাৎ এই বৃষ্টি গ্রামবাসীর মাঝে স্বস্তির ফিরিয়ে দিয়েছে।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছায় বৃষ্টির প্রতিটি ফোঁটা বর্ষিত হয় রহমতের ধারা হয়ে। বৃষ্টি হলে আল্লাহকে বেশি বেশি স্মরণের শিক্ষাও দিয়েছেন বিশ্বনবী সা:।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রোববার সকাল ৭টার সময় গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামের ধর্মপ্রাণ মুসলমান এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও খরা থেকে রক্ষা পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো: সোলেমান।


আরো সংবাদ



premium cement