২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডিবি পুলিশের সোর্স জাকির হত্যার রহস্য উন্মোচন করল র‌্যাব

জাকির হত্যাকাণ্ডে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের প্রতিবন্ধকতা দূর করতে ডিবি পুলিশের সোর্স জাকিরকে হত্যা করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুই মাদক কারবারি জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জাকির হত্যাকাণ্ডের এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃত ‍দু’জন হলেন টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বিল্লাল হোসেন (২৭), ঝর্ণা আক্তার (২১)। বিল্লাল কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকার শুকুর আলীর ছেলে ও ঝর্ণা টঙ্গীর মুরকুন এলাকার মাদক কারবারি রুবেলের স্ত্রী।

এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (অত্যাধুনিক চাকু) ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোর্স জাকির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যার আরো জানায়, জাকিরের তৎপরতায় তাদের মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছিল। বিল্লাল ইতোপূর্বে জোড়া খুনের অপরাধে গ্রেফতার হয়ে জেলে যান। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারো আগের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অপর আসামি ঝর্ণা আক্তারের স্বামী রুবেল গ্রেফতার হওয়ার পেছনেও জাকিরের ভূমিকা ছিল বলে তারা জানতে পারেন। এরই প্রতিশোধ হিসেবে তাদের পথের কাঁটা ডিবি পুলিশের সোর্স জাকিরকে হত্যার পরিকল্পনা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিনদুপুরে গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের সোর্স জাকিরকে স্থানীয় জিআরপি বস্তির সামনের রাস্তায় কুপিয়ে হত্যা করেন।


আরো সংবাদ



premium cement
যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সকল