০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সোনারগাঁওয়ে চরাঞ্চলে শিশু খাদ্য ও ওষুধ বিতরণ

সোনারগাঁওয়ে চরাঞ্চলে শিশু খাদ্য ও ওষুধ বিতরণ -

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অবহেলিত জনপদ চরাঞ্চল নুনেরটেক এলাকার সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০০৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা।

শনিবার বিকেলে উপজেলার মেঘনা নদীর বিচ্ছিন্ন অবহেলিত জনপদ বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার সুবিধা বঞ্চিত গুচ্ছগ্রাম, সবুজবাগ, রগুনারচর এলাকায় গিয়ে শিশু খাদ্য ও ওষুধ বিতরণ করেন তারা। এ সময় শত শত নারী, পুরুষ ও শিশু এসব খাদ্য ও ওষুধ গ্রহণ করেন। বন্ধুদের এ মানবসেবা এলাকায় এক অনন্য নজির স্থাপন করেছে।

বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে এলাকাবাসীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অন্যান্য বন্ধুরাও খাবার ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ বিতরণ কাজে অংশ গ্রহণ করেন। বার স্যালাইন, সিভিট, ভিটামিন ট্যাবলেট, ক্যালসিয়াম, অ্যান্টাসিড, জ্বর, ঠাণ্ডা, মাথা ব্যথা, শিশুর বিভিন্ন সমস্যাজনিত বিভিন্ন ওষুধ।

সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন ২০০৫ ব্যাচ পরিবারের সভাপতি আল মাহমুদ সানির নেতৃত্বে ডা: আমিরুল ইসলাম সজীব, সাদেকুর রহমান, হাসান মেহেদী, নুর মোহাম্মদ, রবিন, মোস্তাক, নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, আল আমিন, শাহ আলী, আরিফুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন ২০০৫ ব্যাচ পরিবারের সভাপতি আল মাহমুদ সানি বলেন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ থেকে শুরু করে অনেক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার অধিবাসী। নেই সামাজিক দূরত্ব বিষয়ক সচেতনতাও। তবুও আশার আলো এ অঞ্চলের কয়েকজন মেধাবী শিক্ষার্থী শত বাঁধা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অনেক সেচ্ছাসেবী সংগঠন, এনজিও এখানে নানাবিধ সহযোগিতা নিয়ে আসেন। আসলে মনুষ্যত্ব বা মানবিকতার চেয়ে বড় সৌন্দর্য মানব চরিত্রে আর একটাও নাই বলে তিনি মনে করেন।


আরো সংবাদ



premium cement
আরো ২ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে গাজীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২ মুন্সিগঞ্জে লরিচাপায় এক পরিবারের ৩ জন নিহত আড়াইহাজারে মুরগি রান্নাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ চীন কিভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে হবিগঞ্জে এপেক্স শো-রুমে আগুন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা পশ্চিমি রাষ্ট্রগুলো সরাসরি সম্পৃক্ত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর করতে পারে চলমান তাপপ্রবাহের শেষ দিন আজ! ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিলো দুটি মার্কিন বিশ্ববিদ্যালয় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে বিবেচনা করছে হামাস

সকল