১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


শিবালয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার ধ্বংস

শিবালয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার ধ্বংস - ছবি : নয়া দিগন্ত

যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দেশীয় তৈরি ৪টি ড্রেজার ধ্বংস ও ভ্যেকু দিয়ে জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে শিবালয় উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন এ জরিমানা আদায় করেন।

জানা যায়, যমুনা নদীর জাফরগঞ্জ এলাকা থেকে দীর্ঘ দিন যাবৎ একটি চিহ্নিত চক্র ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এমন খবরে উপজেলা প্রশাসন থানা পুলিশের সহায়তায় অভিযানে নামে। অভিযানে ৪টি ড্রেজার মেশিনসহ দু’হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়।

এছাড়া, উপজেলার মহাদেবপুর সারাসিন গ্রামে বেকু দিয়ে জমির মাটি কাটার অপরাধে সোলাইমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: জাকির হোসেন জানান, অবৈধ ড্রেজারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement