০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


জামালপুরে একটি ইউনিয়ন লকডাউন

-

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা গেছে, ঢাকার এক কারখানায় একজন নারী শ্রমিক করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার সংস্পর্শে থাকা ৩৫ জন নারী-পুরুষ জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলে যান।

অন্যদিকে গত রোববার জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই দিন রাতেই ঘোষেরপাড়া ইউনিয়ন লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। তার সংস্পর্শে আসাপাশের চরবানি পাকুরিয়া ইউনিয়নের ৩০টি বাড়িও লকডাউন ঘোষণা করা হয়।

এ ব্যাপারে জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মো: মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, চরবানি পাকুরিয়া ইউনিয়নে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। সার্বিক নিরাপত্তা ও করোনা ঝুঁকি এড়াতে এ ইউনিয়নটিকে লকডাউন করা হয়েছে।

তিনি আরো জানান, মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নে যে যুবকটির করোনা শনাক্ত হয়েছে তার সাথে ঢাকায় একই রুমে থাকতেন আরো তিনজন গার্মেন্টসকর্মী। তাদের বাড়ি মেলান্দহের চরবানি পাকুরিয়া ইউনিয়নের দুটি গ্রামে। তারা বাড়ি এসেছেন- এমন খবর আমরা পেয়েছি। তাদের খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামিন সাংবাদিকদের জানান, করোনায় আক্রান্ত হয়ে যে নারী শ্রমিকটি ঢাকায় মারা গেছেন, কোনো না কোনোভাবে তার সংস্পর্শে এসেছিলেন ৩৫ জন নারী-পুরুষ। তারা তাদের নিজ বাড়ি মেলান্দহের চরবানি পাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলে আসায় ওই ইউনিয়নটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত মেলান্দহ উপজেলায় দুটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা করেছে। ওই দুই ইউনিয়নের সব বাড়ির লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউনের কারণে বিপাকে পড়া পরিবারগুলোর জন্য সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে : যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন

সকল