১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


কর্মহীনদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিবে পুলিশ

কর্মহীনদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিবে পুলিশ - সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সাটুরিয়া থানা পুলিশ।
রোববার দুপুরে থানা চত্বরে কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান এবং মাস্ক বিতরণ করেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা, ওসি তদন্ত মো. আবুল কালাম পিপিএম প্রমুখ।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা জানান, করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় হতদরিদ্র মানুষের মাঝে পুলিশের বেতনের টাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement