০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ফরিদপুরে আইসোলেশন থাকা তিনজন রোগীর কেউই করোনা আক্রান্ত নন

ফরিদপুরে আইসোলেশন থাকা তিনজন রোগীর কেউই করোনা আক্রান্ত নন - প্রতীকী

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড চিকিৎসাধীন তিনজন রোগীর কেউই করোনা আক্রান্ত নন। শনিবার ঢাকার আইসিডিআর থেকে তাদের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের প্রত্যেকেরই ফলাফল নেগেটিভ এসেছে। ফলে ফমেকের ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে অবস্থানকারী মধুখালীর এক দম্পতিসহ তিনজন রোগী যে যার বাড়ি চলে গেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এসব তথ্য জানান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরে করোনা ভাইরাস আক্রান্তদের পরীক্ষার ব্যাপারে শনিবার পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমরা চেষ্টা করছি খুব দ্রুতই ফরিদপুরে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে। আশা করছি আগামী পনের দিনের মধ্যে ফরিদপুরে করোনা ভাইরাসের সন্দেহভাজনদের পরীক্ষার ব্যবস্থা করতে পারবো।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে প্রতিদিন ঢাকায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ উপাত্ত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভিটিএম (ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া) সরকারি পর্যায়ে এখন পাওয়া যায়নি। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সুবিধা ছিল বলে গত বৃহস্পতিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’টি নমুনা পাঠানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, গত শুক্রবার একটি বেসরকারি ক্লিনিক থেকে ২৫টি এবং শনিবার আরেকটি বেসরকারি ক্লিনিক থেকে ১০০টি ভিটিএম সংগ্রহ করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে রোববার থেকে প্রত্যেক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা পাঠানো সম্ভব হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মধুখালীর গোপালদি হতে এক দম্পতিকে ফমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এনে ভর্তি করা হয়।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল