০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৫ দিন বন্ধ থাকার পর ফেরি চালু

-

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সঙ্কটে টানা পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ শুক্রবার দুপুর ১২টায় ড্রেজিং শেষে সোজা চ্যানেলটি খুলে দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিআইডব্লিউটিএ।

পরীক্ষামূলকভাবে প্রথমে দুটি কে-টাইপ ও একটি রো রো ফেরি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। এছাড়া দুপুর সাড়ে ১২টায় মাঝারি কে-টাইপ ফেরি ফরিদপুর শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে যায়। দিতীয় দফায় রো রো ফেরি দুপুর পৌণে ১টায় ছেড়ে যায় কাঠালবাড়ির উদ্দেশে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট মেরিন আহম্মেদ আরী জানান, সোজা চ্যানেলটি আজ খুলে দেয়ায় প্রায় ১২০ ঘন্টা পর তিনটি ফেরি চালু করা হয়েছে। পানির গভীরতা ঠিক থাকলে এ নৌরুটের সকল ফেরি চালু করা হবে। এখন ঘাট এলাকায় ছোট-বড় যানবাহন মিলিয়ে আড়াই শ’ গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। ঠিক মতো ফেরি চলাচল করলে আজ বিকেল নাগাদ ঘাট এলাকার চিত্র পাল্টে যাবে।


আরো সংবাদ



premium cement