১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


নারায়ণগঞ্জে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন

-

নারায়ণগঞ্জের বন্দর এলাকার লক্ষনখোলায় চাঞ্চল্যকর ২ নৈশ প্রহরীকে হত্যা পর ডাকাতি ঘটনায় মামলার ৩ দিন অতিবাহিত হলেও উল্লেখযোগ্য তেমন কোন অগ্রগতি নেই।

এ ঘটনায় সোমবার সকালে ডাকাতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হাজার হাজার নারী পুরুষ। মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান। লক্ষণখোলা মাদ্রসা মাকের্ট কমিটি কর্তৃক আয়োজিত দক্ষিণ লক্ষণখোলা ও উত্তর লক্ষণখোলা এলাকার প্রায় ৫ হাজার নারী পুরুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এতে করে সড়কের দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় এক ঘন্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে একদল ডাকাত লক্ষণখোলা মাদ্রসা স্ট্যান্ড মাকের্টে রায়হান উদ্দিন ও আব্দুল মোতালেব নামে ২জন নৈশ প্রহরীকে হত্যা করে ৩টি ব্যাটারীর দোকানের তালা ভেঙ্গে প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডিবি ও থানা পুলিশ ৩ জনকে সন্দেহভাজন হিসাবে আটক করে।

এলাকাবাসী জানান, মাদ্রসা স্ট্যান্ডের পাশের একটি কোম্পানীর সিসি ক্যামেরা রাস্তায় থাকার ফলে সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজন ডাকাতের সন্ধান পেয়েছে পুলিশ। ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিট থেকে শুরু করে রাত ৩টা ৬ মিনিট পর্যন্ত ডাকাতরা তাদের কার্যক্রম চালায়। নৈশ প্রহরীকে হত্যার দৃশ্যও সিসি ক্যামেরায় ধরা পড়ে।

এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, এ ঘটনার অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী মাঠে রয়েছে। আমরা সকল ডাকাতদের ধরতে সক্ষম হবো।

 


আরো সংবাদ



premium cement
বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি পাপুলের শ্যালিকা জেসমিন ও কর কর্মকর্তাসহ ৩ জনের নামে দুদকের মামলা ১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সিঙ্গাপুরকে ‘নিজেদের মতো করে’ চালাতে চান নতুন প্রধানমন্ত্রী লরেন্স

সকল