১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

-

ইসলামী আন্দোলনের ফতুল্লা থানার সভাপতি এড. শফিকুর ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। এসময় শফিকুরের গ্রেপ্তার ও জামিন না দেওয়ায় প্রতিবাদ জানায় তারা।

রোবরার বিকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহা.আমানুল্লাহ আমান।

সমাবেশে বক্তারা বলেন, শফিকুল ইসলাম ২০০৮ সালে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন নারায়গঞ্জ-৪ আসনে। আজও তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা দিয়ে তাকে জেলে রেখেছেন এই প্রশাসন। সরকার রাজনৈতিক হিংসায় এই মামলা করছে। আমরা সরকার ও প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শফিক ভাইকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি না দিলে কঠোর আন্দোলন এর ডাক দেওয়া হবে। আর তখন যেই পরিস্থিতি হবে তার জন্য এই সরকার ও তার এই প্রশাসন দায়ী থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। তাই সরকার ও প্রশাসনকে বলতে চাই, আমাদের নেতাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। নইলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

বিক্ষোভে সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ফতুল্লা থানার সেক্রেটারি মু. জাহাঙ্গীর কবির। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি মু. ওয়াসিম উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন এর সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন এর সেক্রেটারি মু. রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন এর সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, ফতুল্লা ইউনিয়ন এর সভাপতি হাজী রুবেল হোসাইন, কাশিপুর ইউনিয়ন এর সেক্রেটারি মুহা. জোবায়ের হোসেনসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement
অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

সকল