০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


জানা অজানা

কুচিলার গুণ

-

ছোট্ট বন্ধুরা,
ইতোমধ্যেই তোমরা অনেক গাছপালার সাথে পরিচিত হয়েছ, তাই না? কিছু গাছ দেখেছ বাস্তবে, আর কিছু ছবিতে। কুঁচিলা চেনো কি? এটি কী? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। ওষুধ তৈরি করতে এর ফল ব্যবহার করা হয়। এ ফলে রয়েছে গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান। স্ট্রিকনিন ও ব্রোচিন। কুঁচিলা স্নায়ুর উদ্দীপনা বাড়ায় ও কফ নিঃসরণ করে। এ ছাড়া এটি পাকস্থলীর শক্তি বাড়ায় এবং পচন রোধ করে। বড় হয়ে তোমরা কুঁচিলা সম্পর্কে আরো বেশি জানবে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে। কুঁচিলার ইংরেজি Nux vomica এবং এর বৈজ্ঞানিক নাম Spaeranthus indicus. এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement