২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


প্রিমি জাতি

-

আজ তোমরা জানবে প্রিমি সম্পর্কে। প্রিমি জাতি পোশাকসচেতন ও সৌন্দর্যপিয়াসী। লিখেছেন লোপাশ্রী আকন্দ

জাতির নাম প্রিমি। এ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অপর নাম পুমি। এরা উষ্ণ হৃদয় ও অতিথিপরায়ণ।
প্রিমি জাতির বসবাস সিচুয়ান ও ইউনান প্রদেশে।
প্রিমিদের ভাষার নামও প্রিমি। এটি চীনা-তিব্বতি ভাষা-পরিবারের তিব্বতি-মিয়ানি ভাষাগোষ্ঠীর সদস্য। একসময় এ ভাষা লেখা হতো তিব্বতি হরফে। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয় চীনা হরফে।
কিছু প্রিমি লামাবাদ (তিব্বতি বৌদ্ধ ধর্ম) ও তাওবাদে বিশ্বাস করে, বেশিরভাগ বহুদেবতাবাদ ও পূর্বপুরুষের শক্তিতে বিশ্বাসী। এরা মনে করে, দেবতা ও পূর্বপুরুষ জীবনে প্রভাব ফেলে। জাদুকর প্রিমি সমাজে শান্তি, সুখ ও ফসল তোলার অনুষ্ঠান পরিচালনা করে।
কৃষি ও পশুপালন প্রিমিদের জীবিকার অবলম্বন। কিছু প্রিমি ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্পে কাজ করে। শস্য এদের প্রধান খাবার। এ ছাড়া এরা ভাত, ময়দা, যব ইত্যাদি খাবার খায়। গরুর গোশত ও শূকরের মাংস এরা খায়, কুকুরের মাংস খায় না। এরা বিভিন্ন ধরনের চা, তামাক ও মদ উপভোগ করে। এরা প্রায়ই ষাঁড়ের শিংয়ে চা রাখে এবং বাঁশের সরু নল দিয়ে মদ পান করে।
প্রিমিরা উষ্ণ হৃদয় ও অতিথিপরায়ণ। অন্য খাবারের পর অতিথির সম্মানে এরা এক পেয়ালা মদ তুলে ধরে। বিদায়বেলায় আপ্যায়নকারী পরিবার অতিথিকে একটি ঢোলকাঠি, শূকরের মাংসের একটি টুকরা, এক থলে চা ও এক বোতল মদ উপহার দেয়।
প্রিমিরা কাঠের তৈরি ঘরে বাস করে। পরিবারের কাজের সুবিধার জন্য কক্ষের মাঝখানে রাখা হয় একটি দীপাধার। সাধারণত ষাঁড়ের মাথা বা ভেড়া ব্যবহৃত হয় গৃহসজ্জার কাজে। এটাকে এরা সম্পদের প্রতীক মনে করে।
প্রিমিরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে। এগুলোর মধ্যে রয়েছে বসন্ত উৎসব, নয়া-শস্য আস্বাদন উৎসব, খাঁটি ঔজ্জ্বল্য উৎসব ও ড্রাগন নৌকা উৎসব। বসন্ত উৎসবে এরা পূর্বপুরুষের পূজা করে। এ উৎসবে ভূরিভোজনের আয়োজন করা হয়। এ সময় ঘোড়দৌড় এবং গুলিছোড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। নয়া-শস্য আস্বাদন উৎসব ফসল তোলার উৎসব। এ উৎসবে ষাঁড়কে প্রথমে ভাত খাওয়ানো হয় এর পরিশ্রম ও বিশ্বাসযোগ্যতার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ। ফসল পাওয়ার জন্য ষাঁড়কে বিবেচনা করা হয় ত্রাণকারী হিসেবে। খাওয়া-দাওয়ার পর প্রিমি সমাজ নতুন তোলা ফসলের আস্বাদন গ্রহণ করে, মদ তৈরি করে, পূর্বপুরুষের আরাধনা করে এবং ডিনারের (দিন-রাতের প্রধান খাবার) জন্য অপরকে দাওয়াত দেয়। নাচ-গান-হাসিতে মুখরিত থাকে চারদিক।
প্রিমি জাতি পোশাকসচেতন ও সৌন্দর্যপিয়াসী।
প্রিমি জনসংখ্যা প্রায় ৩০ হাজার ।
Ñওয়েবসাইট অবলম্বনে


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল