০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


জানা-অজানা

লজ্জাবতী গাছের পাতা লজ্জা পায়

-

ছোট্ট বন্ধুরা,

লজ্জাবতী গাছের পাতার গোড়ার অংশের কোষগুলো পানিতে ভর্তি থাকায় তা ফুলে থাকে এবং এর ফলে লজ্জাবতীর ডাঁটিও সোজা থাকে। হঠাৎ পাতা ছুঁলে খুব মৃদু তড়িৎপ্রবাহ গাছের গোটা শরীরে ছড়িয়ে পড়ে। এর প্রভাবেই পাতার গোড়ার ওই ফোলা অংশ থেকে পানি বেরিয়ে বোঁটার দিকে চলে যায়। পাতার কোষগুলোর পানির ভাগ কমে যাওয়ায় তা কুঁচকে যায় ও নুয়ে পড়ে। লজ্জাবতীর পাতা থেকে হাত সরিয়ে নেয়ার কিছুক্ষণ পর পাতার কোষগুলোতে পানির জোগান স্বাভাবিক হয়ে এলে পাতাগুলো আবার সোজা হয়ে যায়।


আরো সংবাদ



premium cement