২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

ফসা

-

ছোট্ট বন্ধুরা,
আজ তোমরা জানবে ফসা সম্পর্কে। এটি দেখে মনে হয় যেন বিড়াল ও বানরের মিশ্রণ। কিন্তু বেঁজি ও গন্ধগোকুলের সাথেও এর সাদৃশ্য আছে, বুঝলে? ফসা একটি শিকারজীবী প্রাণী। এটি মাদাগাস্কারের সবচেয়ে শক্তিশালী শিকারি প্রাণী। মাদাগাস্কার আফ্রিকার একটি দেশ। ফসার শরীর বিড়ালের মতো এবং লেজ লম্বা। ফলে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলার সময় ভারসাম্য রক্ষা করতে পারে। এরা খুব ভালো দৌড়াতে পারে। ফসা লেমুর খায়। তবে এটি ছোট ইঁদুর থেকে বন্য শূকর পর্যন্ত শিকার করে।
Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement