০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নারীসহ ৫ জনকে কুপিয়ে আহত, ৩ মাসেও আসামি গ্রেফতার হয়নি

-

রাতের আধারে ঘরে ঢুকে নারীসহ পাঁচজনকে কুপিয়ে আহত করার তিন মাস পরও একজন আসামিকেও গ্রেফতার করেনি পুলিশ। আসামিরা বীরদর্পে এলাকায় থেকে এখন মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হযেছে।

শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ময়মনসিংহের গৌরিপুর থানার পাছার (মানিকরাজ) গ্রামের সাইদুল ইসলাম ও তার পরিবার।

লিখিত বক্তব্যে সাইদুল ইসলামের পক্ষে আইনুল বলেন, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে স্থানীয় হাসেমের নেতৃত্বে মাহবুব, মনজুরুল হক, ফজলু, নাজমুল, মনি আক্তার ও বজলুসহ আরো চার-পাঁচজন তাদের বাড়িতে আতর্কিত হামলা চালায়। তারা রামদা দিয়ে কুপিয়ে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর ঘুমন্ত অবস্থায় আব্দুল জব্বারকে কোপাতে থাকেন। তার চিৎকারে ছোট ভাই আবদুল মান্নন ছুটে এলে তাকেও কোপাতে থাকেন। এরপর জব্বারের স্ত্রী মিনা বেগম ও তদের দুই ছেলে নুরুল আমিন ও নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের চিৎকারে প্রতিবেশী খায়রুল, শিরিন, সুহেদাসহ অন্যরা ছুটে এলে দুর্বৃত্তরা চলে যায়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নজরুল ও মান্নানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় গৌরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু গত তিন মাসে পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি।

এ ব্যপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরিপুর থানার এসআই শামসুল ইসলাম বলেন, মামলার দু’জন আসামি আগাম জামিন নিয়ে এসেছেন। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা আসামিদের ধরতে চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা আল-জাজিরার অফিসে ইসরাইলি পুলিশের হানা

সকল